Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
লোডশেডিং এর সমাধান সৌরবিদ্যুৎ
বিস্তারিত

সৌরবিদ্যুৎ বাংলাদেশে অমিত সম্ভাবনাময় ক্ষেত্র। লোডশেডিং থেকে মুক্তি পেতেএখনই সৌরবিদ্যুৎ ব্যবহারের ওপর জোর দেওয়া দরকার। দেশের বিদ্যুৎ চাহিদারঅর্ধেক মেটানো সম্ভব শুধু কক্সবাজার সমুদ্রসৈকতে সৌরশক্তি সংগ্রহেরমাধ্যমে। বিকল্প শক্তি হিসেবে সৌরবিদ্যুৎ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান, জার্মানি, ইংল্যান্ড, চীন, ভারতসহ বেশ কিছু দেশ।

জার্মানি ২০৪০ সালের মধ্যে সৌরবিদ্যুতের সর্বোচ্চ ব্যবহার করার ঘোষণাদিয়েছে। নেপালের ৬০ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধার বাইরে। বাকি ৪০ শতাংশেরঅর্ধেক জীবাশ্ম জ্বালানি থেকে এবং অন্যরা সৌর বা জলবিদ্যুৎ থেকে চাহিদামেটাচ্ছে। সেখানে সৌরবিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সরকার ৭৫ শতাংশ পর্যন্তভর্তুকি দিচ্ছে। চীনের বেইজিং বা সাংহাই শহরের বাড়ির ছাদগুলোয় চোখে পড়েসারি সারি সোলার প্যানেল। সেখানে শীত মৌসুমে সোলার প্যানেল ব্যবহার করা হয়ওয়াটার হিটার হিসেবে। চীন ঘোষণা করেছিল, ২০১১ সালে ৭০ শতাংশ গ্রামে সোলারপ্যানেল বসাতে ৫০ শতাংশ ভর্তুতি দেবে।ভারত ২০২২ সালের মধ্যে ২২ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনানিয়েছে। জওহরলাল নেহরু ন্যাশনাল সোলার মিশন নামে নিলামের মাধ্যমে ৩৭টিপ্রতিষ্ঠানকে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য নিয়োগ করা হয়েছে। ২০১৩ সালেরমধ্যে উৎপাদন করবে ২০১৩ মেগাওয়াট, ২০১৭ সালের ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ।সৌরশক্তি নিয়ে ভারতের জাতীয় গ্রিড তৈরি করা হচ্ছে। এর সঙ্গে প্রতিটিরাজ্যের সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোকে জুড়ে দেওয়া হবে। ভারতেসৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারিভাবে সহায়তা করা হচ্ছে। সে দেশের মন্ত্রণালয়প্রকাশ করেছে, বছরে এক কোটি সৌর বাল্ব প্রায় ৫০ কোটি লিটার কেরোসিন তেলবাঁচাতে পারে। এর ফলে সরকারের দুই হাজার কোটি রুপি ভর্তুকি বেঁচে যাবে।যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের আবাসিক এলাকায় স্থাপন করা হচ্ছে সোলারপ্যানেল সিস্টেম। এ প্যানেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুতের সাহায্যেপ্রেসিডেন্ট ওবামার পরিবারের জন্য পানি গরম করার ব্যবস্থা করা হবে।অতিরিক্ত বিদ্যুৎ অন্যান্য কাজে লাগানো হবে। যুক্তরাষ্ট্রে সৌরবিদ্যুৎস্থাপনের জন্য দুটি কম্পানিকে ২০০ কোটি ডলার ঋণ পাওয়ার নিশ্চয়তা দিয়েছেনপ্রেসিডেন্ট বারাক ওবামা। জানা গেছে, অ্যাবেনোগা কম্পানি অ্যারিজোনাঅঙ্গরাজ্যে এক হাজার ৯০০ একর জায়গায় ২৮০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৭০হাজার বাড়িতে বিদ্যুৎ সরবরাহ উপযোগী একটি সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।সারা দেশে তিন লাখের বেশি গ্রাহক সোলার ব্যবহার করছে। যার মধ্যে দুই লাখ ৪০হাজার প্যানেল স্থাপন করেছে গ্রামীণ শক্তি। এ ছাড়া আরো ১৫টি সংস্থা এসোলার প্যানেল স্থাপনে কাজ করছে। এ কার্যক্রমের আওতায় প্রায় ৪৬৫টিউপজেলায় ৪০ হাজারেরও বেশি গ্রাম এবং ১৬টি দ্বীপাঞ্চলে প্রায় ৩০ লাখ মানুষসৌরবিদ্যুতের সুবিধা পাচ্ছেন। এসব প্যানেল থেকে প্রতিদিন ৪৪ মেগাওয়াটবিদ্যুৎ উৎপাদন হচ্ছে। ১৩০ ওয়াটের হিসাবে খরচ হয় ৬৮ হাজার টাকা।cj­x `vwi`ª¨ we‡gvPb dvD‡Ûkb২০১৫ সালের মধ্যে দেশের অর্ধেক লোকের কাছে সৌরবিদ্যুৎ পৌঁছেদিতেকাজ করেছে।সব ব্যাংক ও শাখায় সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের পরামর্শ দিয়েছে বাংলাদেশব্যাংক। ইতিমধ্যে বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় কার্যালয়ের ছাদে এবং বেশকয়েকটি ব্যাংক তাদের ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন করেছে। বাংলাদেশব্যাংক এক সার্কুলারের মাধ্যমে সব ব্যাংকের নির্বাহীদের জানিয়েছে, এনজিওছাড়াও অন্য প্রতিষ্ঠানের জন্য এ খাতে ঋণ হোলসেলিংয়ের মাধ্যমে ব্যবহারকরতে পারবে। চট্টগ্রামের সন্দ্বীপে ১০০ কিলোয়াট ক্ষমতাসম্পন্ন দেশেরবৃহত্তম সোলার মাইক্রো গ্রিড পাওয়ার প্লান্ট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরুহয়েছে। এ প্লান্ট থেকে প্রাথমিকভাবে ৪০০ পরিবার বিদ্যুৎ সুবিধা পাবে।জাপানি প্রযুক্তিতে নির্মিত এই প্যানেলে সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়হয়েছে। স্থাপনকারী প্রতিষ্ঠান পূরবী গ্রিন এনার্জি সূত্রে জানা গেছে, এখানে ডিজেলচালিত জেনারেটরের মাধ্যমে যে বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছিল, তারইউনিটপ্রতি খরচ ৬৫ টাকা। এখন সোলার শক্তিতে প্রতি ইউনিট ৩০ টাকায় বিদ্যুৎসরবরাহ করা সম্ভব হবে। বাংলাদেশ ডিজেল প্লান্টের ব্যবস্থাপনা পরিচালককর্নেল মোহাম্মদ আলীর এক প্রতিবেদনে বলা হয়, ঢাকার ভবনগুলোর ছাদেসৌরবিদ্যুৎ প্যানেল বসিয়ে অন্তত ৭০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।ভবনের মালিকেরা তিন লাখ টাকা বিনিয়োগ করে ২৫ বছর পর্যন্ত মাসে পাঁচ হাজারটাকা আয় করতে পারেন। প্যানেল স্থাপনের মতো রয়েছে এক লাখ ৭৮ হাজার বাড়ি।এখান থেকে মোট এক হাজার ৪৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব।বোরো মৌসুমে দেশে প্রায় ২০ লাখ একর চাষযোগ্য জমিতে ১৬ লাখ ৩০ হাজার সেচপাম্প ব্যবহৃত হয়। এর মধ্যে ১৬ লাখ একর জমি চাষে ব্যবহার হয় ১০ লাখ ৮০হাজার বিদ্যুৎচালিত সেচ পাম্প। বাকি ১১ লাখ ৫৮ হাজার সেচ পাম্প ব্যবহৃত হয়ডিজেলে। সারা দেশে বিদ্যুৎ ও ডিজেলচালিত সেচ পাম্পগুলোকে সৌরবিদ্যুতেরআওতায় আনা সম্ভব হলে বছরে ৭৬০ মেগাওয়াট বিদ্যুৎ ও ৮০ কোটি লিটার ডিজেলসাশ্রয় হবে। ফলে ডিজেল ও বিদ্যুৎ ক্ষেত্রে সরকারের ৮৫৩ কোটি টাকার ভর্তুকিবেঁচে যাবে। সরকার যদি এখনই আইন করে বাধ্যতামূলকভাবে সকল প্রকার বিলবার্ডে সোলার প্যানেল সংযোজন এবং এসব জ্বালানোর সময়সীমা নির্ধারণ করেদেয়, তবে অনেক বিদ্যুৎ সাশ্রয় হবে।

ছবি
ডাউনলোড